"জাগরণী"

লিখেছেন লিখেছেন Md Arif ২১ আগস্ট, ২০১৪, ০৪:৫৭:৪৭ বিকাল

(হে তরুণ)

জেগে উঠ, জেগে উঠ পূর্ণ আভায়

মজলুমের চিৎকার ধ্বনিতে কম্পিত আকাশ বাতাশ

বঙ্গের বুকজূড়ে ভাসমান মু'মিনের জিবন্ত লাশ

তব হেলায় বেলা কাটিছ কেন তামাশায়-?

(হে তরুণ)

তুমি কি দেখনি-?কত আসমারা দিয়েছে জীবন

উৎপিড়িতের আর্তনাদে কম্পিত এ-ভূবন।

দেখেনি-? শহীদ কাদেরের নাশিকায়

রুধির ধারা বহায়েছে, সে কি নিদারুণ নির্মমতায়

শুনেছ কি-? ধর্ষিতার কাতর চিৎকার, ঘোর কাটিতে

পেয়েছ কি-?পোড়া লাশের গন্ধ,আরাকানের মাটিতে

দেখেছ কি তুমি-? নির্বাসিত মানবতাবোদ

সন্তান হারা মায়ের বুকপাটা আর্তনাদ।

দেখেছ কি?লোহিত সাগর চেয়ে গিয়েছে রক্ত-স্পুলিঙ্গে

তাকাতে যদি দেখতে গাজা'র আকাশজূড়ে কাক,শকুন আর পিঙ্গে

(হে তরুণ)

তুমিত অনিয়ম, উশৃঙ্খল,আলি হায়দারের ক্ষিপ্র কপাট

তব মাজারে কেন ঠেকেছে আজ তোমার ললাট-?

তুমি প্রলয়,তুমি ধ্বংস, তুমি নজরুলের বিদ্রোহী কবিতা

তুমি খালিদ, তুমি ওমর, তুমি প্রজ্বলিত সবিতা।

তুমি মহাঝড় সাইক্লোন, সাগর বুকের উর্ণি

বাতিলের প্রাসাদ সম্মুখে তোমার বারে বারে গেছে চূর্ণি।

তুমি বিজয় কেতন উড়ায়েছ বদর, ওহুদ, খন্দক

স্বর্গের বিনিময়ে রেখেছ জান-মাল প্রভুর তরে বন্দক।

তুমি জেগে উঠ গুমন্ত শারদুল, জেগে উঠ জুলফিকার

তোমার প্রলয়োল্লাশে ভেসে যাক অন্যায়, জয় হোক মানবতার।

বিষয়: বিবিধ

১০০০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256830
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান
256864
২১ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৩
Md Arif লিখেছেন : ধন্যবাদ,,,,ভোর। আপনাদের অনুপ্রেরণাই আমার কলমের দোয়াত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File